পানাগড়ে আধারে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

 

 

 

মঙ্গলবার,৯ই জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : পানাগড় বাজারে বিএসএনএলের  দফতরে আধার কার্ড তৈরি করতে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা।তারই প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।স্থানীয়দের বিক্ষোভের জেরে দফতর ছেড়ে পালায় কর্মীরা।পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে আধিকারিকদের খুঁজে দফতরে ঢুকিয়ে ফের আধার কার্ড তৈরির কাজ শুরু করায়।স্থানীয়দের অভিযোগ যারা গতকাল নাম লিখিয়েছিলেন তাদের মধ্যে ১৫জনের আধার কার্ড তৌরির জন্য দাঁড়াতে বলা হয়।বাকিদের চলে যেতে বলে।অন্যদিকে বেশি টাকা নিয়ে আধার কার্ড তৈরির অভিযোগ ওঠে।অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ জানিয়ে পানাগড় বিএস এন এলের দফতরের সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকলে আধিকারিকরা দফতর ছেড়ে পালিয়ে যায়।পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ।

error: Content is protected !!