মঙ্গলবার,১২ই ডিসেম্বর ২০২৩
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : কাঁকসার বাসুদেবপুরে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুপুর আড়াইটা নাগাদ রাস্তার ধারে ধান ক্ষেতে উল্টে যায় একটি দখিনবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার বাস।
ওই বাসটি পানাগড় থেকে বাসুদেব পুরে যাচ্ছিলো।
বাসে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক ছিলো।
স্থানীয়রা ও কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
জানা গিয়েছে কাঁকসার বাসুদেবপুরে প্রতি বছরের মত এবছরও তৃণমূলের শহীদ দিবস দুপুর ৩টে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
সেই অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য্য যোগ দেবেন।
সেই অনুষ্ঠানে ও সভায় যোগ দিতে কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা যাওয়ার পথে বাসুদেবপুর গ্রামে ঢোকার মুখে কাঁচা রাস্তার মাটি ধসে গিয়ে বাসটি উল্টে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে পড়ে।
বাসে থাকা বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।