ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে বাৎসরিক পূজো উপলক্ষে ভক্তদের ঢল মন্দিরে

মঙ্গলবার,১২ ই ডিসেম্বর ২০২৩

গনেশ চক্রবর্তী , নিউজ বাংলা ডিজিটাল : পশ্চিম বর্ধমান জেলার প্রাচীন জাগ্রত মন্দির ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের আজ ১৭২ তম প্রতিষ্ঠা দিবস।আজ মহানিশায় ভিড়িঙ্গী শ্মশান কালী মায়ের বাৎসরিক পূজো ও মহোৎসব অনুষ্ঠিত হবে।এই উপলক্ষে আজ ভোর রাত্রি থেকে মন্দিরে অগনিত ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে ভক্তরা মন্দিরে পুন্য লাভের আশায় এসেছেন। মন্দিরে মায়ের দর্শন করতে ভিড় উপচে পড়ছে আজ। মন্দির ছাড়িয়ে ভক্তদের লম্বা লাইন নাচন রোডে গিয়ে পড়েছে।আজ সারাদিন ধরে মন্দিরের ধর্মীয় মঞ্চে বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় মন্দিরে মায়ের মৃন্ময়ী মূর্তি পরিবর্তন করে নুতন মূর্তি বেদীতে বসানো হবে। তারপর মহানিশায় হোম যজ্ঞ পূজোপাঠ করা হবে।ভোর রাতে প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের বাৎসরিক পূজো ও মহোৎসব উপলক্ষে মন্দির সংলগ্ন রাস্তা নাচন রোডে ট্রাফিক পুলিশ যান নিয়ন্ত্রণ করছে। মন্দিরে যাতে সুষ্ঠুভাবে বাৎসরিক পূজো ও মহোৎসব অনুষ্ঠিত হয় তারজন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে।

error: Content is protected !!