সোমবার,২৭শে নভেম্বর ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিকনেতা আনন্দ গোপাল মুখার্জির রবিবার ৯৮তম জন্মজয়ন্তী পালন করা হয়। দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশে আনন্দ গোপাল মুখার্জি শিশু উদ্যানে এক ভাবগম্ভীর পরিবেশে তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে আনন্দ গোপাল মুখার্জির মর্মর মূর্তিতে মাল্যদান করা হয় এবং স্থানীয় মানুষকে মশাবাহিত রোগ প্রতিরোধ করতে মশারি বিতরন করা হয়। স্কুল পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী দান করা হয়। দুর্গাপুরের প্রান পুরুষ প্রাক্তন বিধায়ক সাংসদ আনন্দ গোপাল মুখার্জির মর্মর মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর পুত্র , আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট এর সদস্য তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি , আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট সহসভাপতি তথা আনন্দ গোপাল মুখার্জির বৌমা , দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি , আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট সম্পাদক ড. সুশীল ভট্টাচার্য সহ দুর্গাপুরের রাজনৈতিক অরাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের সর্ব স্তরের মানুষজন শ্রদ্ধা জানান। সোমবার সকালে দুর্গাপুরের কান্ডেশ্বর গ্রামে স্থানীয় মানুষের কল্যাণে স্বাস্থ্য কেন্দ্র গড়তে তুলতে আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট এর সাড়ে চারকাঠা জমি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমকে। সোমবার অপূর্ব মুখার্জি সহ আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট সদস্যরা এই জমি তুলে দেন নগর নিগমের প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির হাতে। এদিন স্বাস্থ্য কেন্দ্রের সূচনায় দুর্গাপুরের বিখ্যাত মুখার্জি পরিবারের দুই মুখ অপূর্ব মুখার্জি এবং অনিন্দিতা মুখার্জি নারকেল ফাটিয়ে স্থানীয় মানুষের কল্যাণে স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর করেন। আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট এই উদ্যোগ স্থানীয় মানুষ খুশির কথা জানান। অপূর্ব মুখার্জি বলেন এই জমিটি কান্ডেশ্বর গ্রামে বাসিন্দা স্বর্গীয় হিরণ্ময় সাহা আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট কে একসময় জনকল্যানের জন্য মহৎ উদ্দেশ্যে দান করেছিলেন।আমরা এই জমিটি আজ স্থানীয় মানুষের কল্যাণে স্বাস্থ্য পরিষেবা দিতে একটি স্বাস্থ্য কেন্দ্র গড়তে তুলতে দুর্গাপুর নগর নিগমের হাতে তুলে দিলাম। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি বলেন দুর্গাপুর নগর নিগম স্থানীয় মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে এই জমিতেই সাস্থ্য কেন্দ্র গড়তে তোলা হবে।