ইনসাফ চাইতে রাস্তায় মিনাক্ষী, ইনসাফ যাত্রায় জনস্রোত

সোমবার,২৭শে নভেম্বর ২০২৩

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : ইনসাফ যাত্রা শুরু হয়েছে ৩রা নভেম্বর।সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’ সোমবার জাতীয় সড়ক ধরে রাজবাঁধ হয়ে গোপালপুর হয়ে ইনসাফ যাত্রা দুর্গাপুরের বিধান নগরে পৌছায়।২৫ তম দিনে এই ইনসাফ যাত্রা দুর্গাপুরের ১৫০০ মোড় থেকে শুরু হয়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মুচিপাড়া এসে পৌঁছায়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অন্যান্য সদস্যরা।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে পদযাত্রা। শেষ হবে কলকাতায়।কাজ চাই, শিক্ষা চাই। এই দাবিকে সমানে রেখে দুমাস রাজ্য জুড়ে মিছিল করবে ডিওয়াইএফআই। ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে এই ইনসাফ যাত্রা। এদিন ডিওয়াই এফ আই এর রাজ্য সম্পাদকিকা মিনাক্ষী মুখোপাধ্যায় এদিন বলেন আমরা ২৫টা দিন রাস্তায় রয়েছি।গোটা রাজ্যের মানুষ খুব কষ্টে রয়েছে।কাজ না পেয়ে, খাবার না পেয়ে,সব থেকে বড় কথা সরকার দুর্নীতি করছে সেই দেখছে।তার‌ জন্য এই ইনসাফ যাত্রায় সবাই আসছে।মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন পিসি ভাইপোকে বাঁচাতে দিল্লী যাচ্ছে।আর আমরা রাজ্যকে বাঁচাতে রাস্তায় নেমেছি।

error: Content is protected !!