বুধবার,২২শে নভেম্বর ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : বুধবার সন্ধ্যায় হঠাৎ করে দুর্গাপুরের করঙ্গপাড়ায় একটি বেসরকারি এলপিজি সিলিন্ডার তৈরি কারখানায় বিষ্ফোরণ ঘটে আগুন ধরে গেলে কারখানায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকলের দুটি ইন্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও পৌঁছায়।জানা গেছে এই বেসরকারি এলপিজি সিলিন্ডার তৈরি কারখানায় সিলিন্ডারের ধাতব গঠন তৈরি করা হয়। হঠাৎ করে বুধবার সন্ধ্যায় সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী দুজন শ্রমিক সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ঝলসে গেছে তাদের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি। অপরদিকে দমকলকর্মীরা দাবি করেন এই সিলিন্ডার বিস্ফোরণে কোন হতাহতের খবর নেই। সিলিন্ডার বিস্ফোরণে পরস্পর বিরোধী দাবিতে কার্যত ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্থানীয় শ্রমিক মহলে।যদিও এই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। উল্লেখ্য বুধবার কোক ওভেন থানা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কংক্রিটের বাড়ির ছাদ উড়ে যায়। এই ঘটনায় একজন মারা যান এবং চারজন আহত হন।তারা হাসপাতালে চিকিৎসাধীন। পরপর দুদিন এক ই থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্কের সৃষ্টি হয়।