উত্তর কাশীর নির্মিয়মান সুড়ঙ্গের ধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে মহাবীর কোলিয়ারির অভিজ্ঞতাকে কাজে লাগাতে জোর তৎপরতা কোল ইন্ডিয়ার

মঙ্গলবার,২১শে নভেম্বর ২০২৩

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : রানীগঞ্জ মহাবীর কোলিয়ারি খনি দুর্ঘটনায় উদ্ধার কাজের অভিজ্ঞতাকে কাছে লাগিয়ে উত্তর কাশীর নির্মিয়মান সুড়ঙ্গের ধসে আটকে পড়া ৯ শ্রমিক এবার উদ্ধারের চেষ্টা চলছে ।কয়লা মন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়ার ডিরেক্টর ইসিএলের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

ইসিএলের জনসংযোগ আধিকারিক একথা স্বীকার করেছেন।ইসিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিলাদ্রী রায় বলেন উত্তর কাশীর নির্মিয়মান সুড়ঙ্গের অংশের ধসে ৯দিন আটকে পড়া ৪০জন শ্রমিক কে উদ্ধারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে কোল ইন্ডিয়ার ডিরেক্টর। ১৯৮৯সালের মহাবীর কোলিয়ারি খনি দুর্ঘটনায় খনির গহ্বরে ৩দিন আটকে পড়া ৬৫জনকে যে পদ্ধতিকে কাজে লাগিয়ে ড্রিল করে খনি গহ্বর থেকে ক্যাপসূল লিফটে উদ্ধার করা হয়।সেই উদ্ধার কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উত্তর কাশীতে ট্যানেল থেকে ৯ শ্রমিক কে উদ্ধারের চেষ্টা করা হবে।ইসিএলের জনসংযোগ আধিকারিক নিলাদ্রী রায় জানান আমরা ১৯৮৯সালে আসানসোলের যে সংস্থা থেকে সেই ড্রিল মেশিন নিয়ে গোটা উদ্ধার কাজ টি করেছিলাম সেই আসানসোলের সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে কর্মীরা উত্তর কাশী পৌঁছে গেছেন।কোল ইন্ডিয়া বাকি সমস্ত কাজ পরিকল্পনা মাফিক করবে বলে নীলাদ্রি বাবু জানান।

error: Content is protected !!