পানাগড়ের রেল পুকুরে সাফাই অভিযানে এডিআরএম

 

 

সুজিত ভট্টাচার্য, নিউজ বাংলা ডিজিটাল,কাঁকসা : শুক্রবার দুপুরে পানাগড়ের রেল স্টেশন সংলগ্ন রেল পুকুর পরিদর্শনে আসেন আসানসোল ডিভিশনের এডিআরএম পানাগড় রেল পুলিশের আধিকারিকরা সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

মূলত ছট পুজো উপলক্ষ্যে এদিন রেল পুকুর পরিদর্শন করার পাশাপাশি রেলের আধিকারিকরা পুকুরের চার পাশের সাফাই অভিযান চালান,এছাড়াও পুকুরের চার পাশে বেশ কিছু বৃক্ষ রোপন করেন রেল আধিকারিকরা।

পানাগড় ছট পুজো কমিটির সদস্য দিলীপ সিং জানিয়েছেন প্রতি বছর ছট পুজো উপলক্ষ্যে হাজার হাজার মানুষ রেল পুকুরে ভিড় জমান।

পুকুরের জলে নেমে ছট পুজো করেন হিন্দীভাষী মানুষেরা। ডেঙ্গুর কথা মাথায় রেখে গোটা পুকুরের পাড় সাফাই করার ব্যবস্থা করা হচ্ছে। পুকুরের গোটা পাড়ে মশা মারার তেল স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে।

ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার। ছট পুজোর দুই দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই গোটা পুকুরের চার পাশে কাঁকসা থানার পুলিশ ও রেল পুলিশের কর্মীরা মোতায়েন থাকবেন। যাতে এই বছর সুষ্ঠ ভাবে ছট পুজো সম্পন্ন হয় সেই সমস্ত বিষয় গুলি খতিয়ে দেখতেই এডিআরএম পরিদর্শনে আসেন।

error: Content is protected !!