দুর্গাপুরের এন আই টি ডিরেক্টরের বিরুদ্ধে পোষ্টার

 

 

শুক্রবার,৩রা  নভেম্বর ২০২৩

ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের  ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি’র ডিরেক্টর অরবিন্দ চৌবে’র নামে শহরে পোষ্টার পড়লো। এই ঘটনায়  দুর্গাপুরে শুক্রবার সকালে  চাঞ্চল্য সৃষ্টি হয়। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবের নামে গো-ব্যাক পোষ্টার পড়ে দুর্গাপুর মহকুমা আদালত ভবনের‌ বিভিন্ন জায়গায়।এক ই সঙ্গে এনআইটি চত্বরেও পোষ্টার পড়ে এদিন। এই ধরনের ঘটনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির দুর্গাপুরের ইতিহাসে প্রথম ঘটনা।এই পোষ্টারে ডিরেক্টরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।পাশাপাশি ডিরেক্টরের ছবি সহ গো-ব্যাক স্লোগান লেখা হয়েছে। এছাড়াও আরও একটি পোষ্টারে লেখা হয় যাতে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানের অধ্যাপকদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে সহ ১০০ র বেশী অ-শিক্ষক শূন্য পদ রয়েছে সেখানে ১৫ বছর ধরে এখনও নিয়োগ করা হয়নি।২০২৩ এর মে মাস থেকে স্থায়ী রেজিস্ট্রার পদ খালি রয়েছে বলে লেখা হয় পোস্টারে। ডিরেক্টর অরবিন্দ চৌবে এইসব বিষয়ে কোন হেলদোল নেই বলেও অভিযোগ রয়েছে এই পোষ্টারে।এই বিষয়ে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির নবনিযুক্ত ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের  নিয়ম নিষ্ঠা মেনেই আমার কাজকর্ম করছি। ভারত সরকারের নিয়ম মেনে এই বিশ্ববিদ্যালয় চালাতে আমি এসেছি। আমি ই অফিস চালু করতে সচেষ্ট।এতে সকলের সঠিক পদ্ধতিতে প্রমোশন হবে।কাজের মূল্যায়ন হবে।এই বিশ্ব বিদ্যালয়ের সকল অধ্যাপকদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। শহরের বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে পোষ্টার পড়ার বিষয়ে আমি জানি না কিছু।এই শুনলাম।তবে প্রয়োজন হলে পুলিশ দিয়ে এই পোষ্টার পড়ার বিষয়ে তদন্ত করে দেখা হবে। উল্লেখ্য কিছুদিন আগে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিরেক্টর পদে আসীন হয়েছেন প্রফেসর অরবিন্দ চৌবে। তিনি এন আই টি দুর্গাপুরের দায়িত্বভার নিয়েই ই অফিস চালু করতে সচেষ্ট হন। তাছাড়া এন আই টির অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত প্যানেলটি বাদ দিয়ে নুতন ভাবে পরিক্ষা নিয়ে  এন আই টি তে নিয়োগে জোর তৎপরতা চালান। তাছাড়া প্রফেসর অরবিন্দ চৌবে এন আই টির বিভিন্ন দুর্নীতি বন্ধের জন্য সচেষ্ট হতেই  মৌচাকে ঢিল পড়ে।এন আই টি র একটি গ্রুপ নুতন ডিরেক্টরকে হটাতে সক্রিয় হয় বলে অভিমত ওয়াকিবহাল মহলের।তার ই প্রতিফলন শহরের বিভিন্ন স্থানে এই বিতর্কিত পোষ্টার বলে দাবি ওয়াকিবহাল মহলের। তবে কে বা কারা এই পোষ্টার সাঁটালো শহরের বিভিন্ন স্থানে তাই নিয়ে ধোঁয়াশা সকলেই।এক কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টরের কার্যকলাপ এর বিরুদ্ধে যদি সেই প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিবাদ করতেই হয় তো সেই প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যে ও তো করা যেত। দুর্গাপুরের শিক্ষা জগৎ মনে করছেন প্রফেসর অরবিন্দ চৌবে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দেশের কৃষিকাজ, দেশের সুরক্ষা সহ দেশের জন্য প্রচুর কাজ করেছেন এবং বর্তমানেও করছেন।তাই অভিজ্ঞ  প্রফেসর অরবিন্দ চৌবে দুর্গাপুরের এন আই টি তে দায়িত্ব ভার নিয়েই প্রথমেই  ই -অফিস চালু করতে বদ্ধপরিকর হন।এতে এন আই টি র  ক্ষতি না হয়ে ভালোই হবে তার আশা। সূত্রের খবর প্রফেসর অরবিন্দ চৌবে এন আই টি দুর্গাপুরের ডিরেক্টরের  দায়িত্বভার পেয়েই তিনি এন আই টি র পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে কাজ শুরু করেন। স্বচ্ছ এক শিক্ষা প্রতিষ্ঠানের রুপ দেবার চেষ্টা শুরু করেন বলে এন আই টি র অনেকেই মনে করছেন। এতেই বিপত্তি শুরু হয়। স্বার্থে ঘা পড়তেই দুর্নীতি বাজ এন আই টি র একটি গ্রুপ এতেই ক্ষিপ্ত হয়ে পড়ে। প্রফেসর অরবিন্দ চৌবে কে এন আই টি থেকে বিতাড়িত করতে বিভিন্ন বদনাম দেবার চেষ্টা শুরু করে দেয়। অনেকেই মনে করছেন তার ফলস্বরূপ দেখা যায়  এন আই টি গন্ডি পেরিয়ে দুর্গাপুরের প্রান কেন্দ্র সিটি সেন্টারের কেন্দ্রস্থল দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে ডিরেক্টরের বিরুদ্ধে পোষ্টার সাঁটানো হয় ।কে বা কারা নিম্ন মনের পরিচয় দিয়ে এই কুরুচিকর কাজ করলো ! সেই নিয়েও চলছে জোর জল্পনা।

error: Content is protected !!