ফুলঝোড় মন্ডপের পাশেই জুয়ার আসর , অভিযোগ

রবিবার,২২ শে অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : রাজ্য সরকারের দেওয়া বিশ্ব বাংলা শারদ সম্মান ভূষিত হয়েছে দুর্গাপুরের অন্যতম সেরা মণ্ডপ ফুলঝোড় সার্বজনীন পূজা কমিটি। এই‌ মন্ডপ এই বছর মানুষের নজর কেড়েছে।ওঁ নামাঙ্কিত মন্ডপ এবছরের সেরার সেরা শিরোপা পেয়েছে। মন্ডপ দর্শন করতে হাজার হাজার দর্শনার্থীরা আসছেন। আর ঠিক এই মন্ডপের পাশেই চলছে জুয়ার আসর বলে অভিযোগ।এই জুয়ার আসরে আগত দর্শনার্থীদের মধ্যে যুবকদের একাংশকে টানছে অর্থের বিনিময়ে খেলা চলছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। অনেকেই পূজো মন্ডপ দেখতে এসে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে বলে অভিযোগ।গত কয়েক দিন ধরে এই জুয়ার আসর চললেও পুলিশ প্রশাসনের কড়ানজরদারির অভাবে এই জুয়ার আসর চলছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। শনিবার থেকে জুয়ার আসরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।এই ছবিটি দেখে সরব সুশীল সমাজ।এই ঘটনায় কেউ কেউ সরাসরি দোষী করছে পূজো কমিটিকেই। ফুলঝোড়  সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এক জনপ্রিয় পূজো কমিটি। প্রতিবছর মন্ডপ এ নুতন নুতন থীম তৈরি করে সমাজ সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে এই পূজো কমিটি। আর এবছর পূজো মন্ডপ এ থীম ও মানুষের নজর কেড়েছে। তাই মন্ডপ এর পাশেই এই জুয়ার আসর কে কেউ মেনে নিতে পারছে না বলে জানান স্থানীয় মানুষ।ফুলঝোড় পূজো কমিটি তাদের দায়িত্ব হীনতার জন্য এইভাবে পূজো মন্ডপের পাশেই জুয়ার আসর চলছে বলে অনেকেই সরব। সামাজিক দায়বদ্ধতা থেকে ফুল ঝোড় পূজো কমিটি অনেক বেশি কড়া নজরদারি চালানো উচিত ছিল বলে সুশীল সমাজ মনে করছেন।খবর সংগ্রহ করার পর্যন্ত  অর্থের বিনিময়ে দেদার চলছে জুয়ার আসর।  ফুলঝোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির কোন সদস্যর  এই বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

error: Content is protected !!