সোমবার,২৩শে অক্টোবর ২০২৩
তুহিন কাশ্যপ, নিউজ বাংলা ডিজিটাল, দুর্গাপুর : প্রতিবছরের মতো এবারও দুর্গাপুরের মেনগেট থেকে রামনবমী উপলক্ষে বিরাট শোভা বের করে জনকল্যান সমিতির সদস্যরা । শোভাযাত্রায় বিজেপি কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাকে আকর্ষণীয় করতে লাঠি সহ বিভিন্ন খেলা এবং ডিজে যোগে ধর্মীয় চলমান অনুষ্ঠান করা হয়।প্রথম সারিতে উত্তর প্রদেশ মডেল যোগী আদিত্যনাথের বুলডোজার কে প্রতীকী হিসেবে আস্ত একটা বুলডোজার কে রাখা হয়।সেই বুলডোজারের উপর শ্লোগান সম্বলিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেওয়া হয়।সেই সঙ্গে রাম ভক্তরা বুলডোজারে চেপে তার স্বরে শ্লোগান দিতে থাকে। এমনিতেই রামনবমীতে পরিবেশ বেশ গরম থাকে এবার তার উপর রাম নবমীর শোভাযাত্রায় বুলডোজার ব্যবহার করে বিতর্কিত সব শ্লোগান দেওয়ায় পুলিশ তৎক্ষনাৎ অশান্তি এড়াতে রাস্তায় শোভাযাত্রা থেকে বুলডোজার কে সরিয়ে দিতে বলে।যদিও বিজেপি কর্মীরা এই নিয়ে সেরকম কোন প্রতিবাদ করেনি। বরং পুলিশ কে সহযোগিতা করতে শোভাযাত্রা থেকে বুলডোজার কে সরিয়ে দেয়। এরপর শোভাযাত্রা শান্তি পূর্ণ ভাবে অন্যান্য বারের মতো নিজের পথ ধরে গন্তব্যে পৌঁছায়।