বিশ্ববাংলা শারদ সম্মান দুর্গাপুর ও আসানসোলে সেরার সেরাদের নাম ঘোষিত

শনিবার,২১ শে অক্টোবর ২০২৩

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : এবছরের রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান পশ্চিম বর্ধমান জেলার  নির্বাচিত পূজো কমিটি গুলিকে তুলে দেওয়া হলো।রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই সম্মান তুলে দেওয়া হয় জেলার সেরার সেরা পূজো কমিটি উদ্যোক্তাদের হাতে। সেরা পূজো,সেরা মন্ডপ,সেরা প্রতিমা এবং সেরা সমাজ সচেতনতার পুরষ্কার প্রদান করা হয়। দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী এবং বেনাচিতির অগ্রনী সাংস্কৃতি পরিষদ সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর সেরা পূজোর সম্মান পায়।সেরা প্রতিমার পুরষ্কার পায় দুর্গাপুর স্টিল টাউন শিপের সিজোন বুদ্ধবিহার এবং সিটি সেন্টারের অম্বুজা হাউসিং এর উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা প্রতিমার পুরষ্কার পায়।সেরা মন্ডপ এর পুরষ্কার পায় ফুলঝোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সিটি সেন্টারের চতুরঙ্গ পূজো কমিটি। তাছাড়া পূজো মন্ডপকে মনোরম পরিবেশ করার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে মন্ডপে সমাজ সচেতনতার বৃদ্ধির প্রচারের জন্য স্টিল টাউন শিপের সেপকো টাউন শিপের সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটি পায় সেরা সমাজ সচেতনতার পুরষ্কার।এদিন আসানসোলের ও সেরা সেরা পূজো মন্ডপ গুলির নাম ও ঘোষণা করা হয়।

error: Content is protected !!