২বছর ৯মাস বয়সেই দুর্গাপুরের খুদের আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম উঠলো

সোমবার,২৫ শে সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : বয়স মাত্র ২ বছর ৯ মাস এখনো পর্যন্ত ভালো করে কথা ফোটেনি মুখে ।কিন্তু এর মধ্যে গড়গড় করে বলে দিতে পারে ৩১ টি দেশের মুদ্রার নাম। অনায়াসে বলে দিরে পারে সব গ্রহ, বছরের বারো মাসের নাম। অবলীলায় গেয়ে ফেলতে পারে দেশের জাতীয় সংগীত ও। আর এই কৃতিত্বের ফলস্বরূপ শুধু ভারত নয় ,এশিয়া বুক অফ রেকর্ডসের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের বিধাননগরের আসিয়ানা আবাসনের বিস্ময় বালক অনির্বেদ চৌধুরী নাম তুলে ফেলেছে আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসেও।

খুদের নামের শংসাপত্র,মেডেল সহ বুক অফ রেকর্ডসের বই বাড়ীতে শোভা পাচ্ছে এখন । তার কীর্তিতে গর্বিত বাবা-মা ! দুর্গাপুরের বিধাননগরের আসিয়ানা আবাসনের বাসিন্দা অনির্বেদের প্রখর স্মৃতিশক্তি। যেদিন থেকে কথা বলতে শিখেছে অনির্বেদ , তারপর থেকেই সব মনে রাখতে পারে এই খুদে ,বলে জানায় মা পাপড়ি চৌধুরী।বাবা সঞ্জু চৌধুরী পেশায় বেসরকারি কারখানায় কর্মরত, মা গৃহবধু। মায়ের কাছেই সব শিক্ষা ছোট্ট অনির্বেদের। বাড়িতে গিয়ে দেখা গেল এখনো ঠিক মতো কথা ফোটেনি।এখনও আধো আধো কথা , তার মধ্যেই বলে দিচ্ছে কঠিন কঠিন শব্দ। শুধু তাই নয় , এখন শিখছে পৃথিবীর বিভিন্ন দেশ ও তার রাজধানীর নাম। এখনও স্কুলে ভর্তি হয় নি , তার মধ্যেই এই বিস্ময় বালকের নাম উঠলো আন্তজার্তিক বুক অফ রেকর্ডসে।এই মেডেল কিংবা শংসা পত্রের গুরুত্ব এই বয়সে না বুঝলেও মা – বাবা বুঝেছেন ,যে ছেলে বিরল প্রতিভার অধিকারী, তাই আগামী দিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক,এটাই চাইছেন তার বাবা ও মা।

error: Content is protected !!