মলান দিঘীর গ্রামপঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে হামলা

 

বুধবার,২০শে সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :  কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ উঠলো এলাকারই মদ্যপ যুবকদের বিরুদ্ধে।
বুধবার দুপুর ২টো নাগাদ কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় জানান
মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী তার আড়া গ্রামের বাড়িতে হামলা চালায়।
তার বাড়ি লক্ষ্য করে বড় বড় ও ইঁট পাটকেল ছুড়তে থাকে।
বাড়ির বেশ কয়েক জায়গায় জানালার কাঁচ ভাঙ্গা হয় হলে অভিযোগ।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘটনার কথা কাঁকসার মলানদিঘি পুলিশ ফাঁড়িতে জানালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
এলাকা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত্রে এলাকার বাউরি পাড়ার মনসা পূজো উপলক্ষে ডিজে বাজছিল।
ডিজের আওয়াজে অতিষ্ট হয়ে পড়েন ওই এলাকার আবাসনের বাসিন্দারা।
আবাসনেরই কোনো বাসিন্দা পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিজে বাজেয়াপ্ত করে। এলাকাবাসীর ধারণা হয় উপ প্রধানের নির্দেশেই পুলিশ এমন কাজ করেছে।
তারপরেই মধ্যরাত্রে জনা ২০ থেকে ২৫ জন মদ্যপ গ্রামবাসী তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কেউ গ্রেফতার হয়নি বলেই জানা গিয়েছে।

error: Content is protected !!