চায়ের দোকানে রক্তদান শিবির দুর্গাপুরে

 

 

শুক্রবার,৮ ই সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :এক  চায়ের দোকানে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।এতদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানগুলি রক্তদান শিবিরের আয়োজন করেছে মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য। কিন্তু সাধারণ একটি চায়ের দোকানের নিছকই আড্ডা গ্রুপের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো প্রথমবার শহর শিল্পাঞ্চল দুর্গাপুরে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ড এবিএল মোড়ে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। কোন ক্লাব বা কোন রাজনৈতিক দল নয়, যারা এই আয়োজনটা করেছেন তারা হলেন একটি চায়ের দোকান চা খেতে আসা সাধারণ মানুষেরা।এবিএল মোড়ে কমলদা’র অর্থাৎ কমল ঘোষের চায়ের দোকানে প্রতি সন্ধ্যায় চা খেতে ও আড্ডা দিতে আসেন এলাকার বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কমলদা এবং তাদের ঐকান্তিক ইচ্ছায় রক্তের খামতি ঘটাতে এই মহতী উদ্যোগের আয়োজন বলে জানা যায়।

 

দুর্গাপুরে রক্তের ঘাটতি দেখা দিয়েছে সেই কারণেই তারা চিন্তাভাবনা করে এই রক্তদান শিবিরের আয়োজন করেন তারা বার্তা দিতে চেয়েছেন এই ধরনের চিন্তা ভাবনা দেশের সর্বত্রে যেন ছড়িয়ে পড়ে। কমল কানন নামকরণ করেছেন তারা কারণ যেই দোকানের তারা চা খান সেই দোকানের নাম হল কমল দার দোকান । দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!