আসানসোল পুজো মন্ডপ পরিদর্শনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্মকর্তারা

 

শুক্রবার,৮ ই সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : আসন্ন বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। সেই নিয়ে সর্বত্র প্রস্তুতি এখন তুঙ্গে। শুক্রবার আসানসোলের বিভিন্ন পুজো মণ্ডপ গুলির প্রস্তুতি পরিদর্শনে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের এক প্রতিনিধি দল। আসানসোলের বিভিন্ন মন্ডপ ঘুরে যাদের বিভিন্ন নিরাপত্তার দিক খতিয়ে দেখেন তারা যাতে পুজোতে কোনরকম কোন বিশৃঙ্খলা না হয় এবং সাধারণ মানুষের ঠাকুর দেখার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয়। তারই নীল নকশা এদিন প্রস্তুত করেন তারা। এদিন ট্রাফিকেরও উচ্চপদস্থ আধিকারিকরা এই দলে ছিলেন । পুজোর সময় ব্যস্ততম আসানসোল বাজারে যাতে কোন রূপ যানজট সমস্যা না হয় সেই বিষয়গুলিও খতিয়ে দেখেন তারা। এদিনের প্রতিনিধি দলের ছিলেন ডিসিপি সেন্ট্রাল কুলদীপ সিং সোনেওয়াল,ডিসিপি ট্রাফিক অনন্ত রায় ও এসিপিরা ও আসানসোল দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। শুক্রবার তারা আসানসোলে ডেমোমেন কোলিয়ারি পুজো,কোট মোড়ের পুজো ও আপকার গার্ডেনের পুজো পরিদর্শন করেন। প্রসঙ্গত গত বছর যানজট এড়াতে পুলিশকে হিমশিম খেতে হয়েছিল। তাই পুজোর একমাস আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সেরে নিতে চাইছেন পুলিশকর্তারা।

error: Content is protected !!