কয়েকদিন পর পঞ্চায়েত নির্বাচন।তাই প্রবল বৃষ্টি মাথায় করেই বৃহস্পতিবার দুপুরে কাঁকসার পানাগড়ে শুরু হলো তৃণমূলের জনসভা।
বৃহস্পতিবার দুপুরে জনসভা শুরু হওয়ার পর জনসভায় যোগ দেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
মঞ্চে উপস্থিত রয়েছেন কাঁকসা ব্লকের নির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়, আক্সা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ রয়েছেন জেলা নেতৃত্ব।
পরে জনসভায় যোগ দেন আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী।তার প্রধানমন্ত্রী হবার সমস্ত যোগ্যতা রয়েছে।আমরা মমতা জীকে প্রধানমন্ত্রী দেখতে চাই। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে একহাত নেন শত্রুঘ্ন সিনহা। এদিন পাণ্ডবেস্বরের বিধায়ক বিজেপি ও সিপিআইএম কে নিয়ে কটাক্ষ করেন।
এদিন এই জনসভায় আসানসোলের বিজেপি নেত্রী অরুনিমা সাহা ৫০জন কর্মী নিয়ে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।