ফাস্টট্যাগের সূত্র ধরে রাঁচি থেকে উদ্ধার দুর্গাপুরের হাইজ্যাক হওয়া লরি

সোমবার ,২৮ শেষ আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : ফাস্টট্যাগ ই ধরিয়ে দিলো‌ লরি হাইজ্যাক কারীকে। কোক ওভেন থানার পুলিশ জাতীয় সড়কের ফাস্ট ট্যাগের সূত্র ধরে ঝাড়খন্ডের রাঁচী থেকে হাইজ্যাক হওয়া লরি উদ্ধার করলো। এই ঘটনায় এক ব্যাক্তি কে পুলিশ গ্রেফতার করেছে।তার নাম মহ: ইকবাল। তাকে  রাঁচী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার দুর্গাপুর আদালতে হাজির করানো হয়। জানা গেছে একটি লরি
দুর্গাপুরের এক বেসরকারী ইস্পাত কারখানা থেকে কয়েকদিন আগে টিএমটি রড বোঝাই করে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দেয় । তারপর পর পরই রড বোঝাই ট্রাকটি নিখোঁজ হয়ে যায়।  দুর্গাপুরের কোক ওভেন থানায় একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়।এর পুলিশ তদন্ত শুরু করে।পরে পুলিশ জানতে পারে এজেন্টের মারফত এই অর্ডার বুকিং হয়েছিল ,তার মারফৎ জানা যায় যে ট্রাকটিতে রড বোঝাই হয়েছিল , সেটিতে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ট্রাকটি নিয়ে উধাও হয়েছে এক ব্যক্তি। পুলিশ তদন্ত করতে গিয়ে জাতীয় সড়কে ফাস্ট ট্যাগের সুত্র ধরে হাইজ্যাক হওয়া ট্রাকটির হদিশ পায়।  এরপর গোপন সুত্র থেকে খবর পেয়ে গতকাল রাঁচী থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ , উদ্ধার হয়েছে ট্রাকটি , তবে চুরি যাওয়া রড এখনও উদ্ধার হয়নি। এই ঘটনায় ধৃত ব্যক্তির সাথে আরও দু তিনজন জড়িত রয়েছে , ধৃতকে হেফাজতে পেয়ে তাদের সন্ধান চালাবে পুলিশ।

error: Content is protected !!