উচ্ছেদ হওয়া অবৈধ দোকানদারদের‌ নুতন দোকান দেওয়ার প্রক্রিয়া শুরু করলো এডিডিএ

 

বুধবার,২৩শে আগস্ট ২০২৩

গনেশ চক্রবর্তী : নিউজ বাংলা ডিজিটাল : শহরের অবৈধ দোকান উচ্ছেদের সঙ্গে সঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সেই জমিতে নুতন দোকান তৈরি করে তার বৈধ মালিকানা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো। আপৎকালীন ভিত্তিতে পূজোর আগেই দুর্গাপুরের এম এ এম সি বি২ ,সিটি সেন্টার ,বিধান নগরের অনেক জায়গায় উচ্ছেদ হওয়া অবৈধ দোকানের মালিক কে রুজিরুটির জন্য বৈধ দোকানঘর দিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে চুড়ান্ত তৎপরতা শুরু হয়েছে।এই দোকান ঘর বন্টনের বিষয়ে যাতে সঠিক দোকানদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নিয়ম মেনে তার রুজি রোজগারের জন্য দোকান নিতে পারেন এবং এই বিষয়ে কোনভাবেই পক্ষপাতিত্ব যাতে করা না হয় এই বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বিষয়টির গুরুত্ব দিয়ে সরাসরি তদারকি করছেন বলে জানা গেছে।আজ বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের এম এ এম সির বি২ তে গত দেড় বছরের আগে এডিডিএর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া অবৈধ দোকান দারদের নুতন দোকান তৈরি করে দিয়ে কুড়িটির বেশি নুতন দোকানের বৈধ মালিকানার কাগজপত্র তুলে দেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় স্বয়ং। সঙ্গে ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্যপ্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ এডিডিএ র আধিকারিকরা।তাপস বাবু এদিন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি  হাত থেকেও বেশকিছু দোকান দারকে বৈধ মালিকানার কাগজপত্র তুলে দেওয়া করান। সেইসঙ্গে এম এ এম সির বি২ এলাকায় অন্যান্য দোকানদারদের নুতন দোকান পাওয়া নিয়েও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । তাদের আশ্বস্ত করেন রাজ্য সরকারের এডিডিএ কোনভাবেই কাউকে পেটে মারতে চায়না। কেউ ভুল বুঝবেন না।শুধু অবৈধ দোকান সরিয়ে দোকানদারদের মাথা উঁচু করে জীবনযাপন করতে এডিডিএ বৈধতা দেবার কাজটাই করছে। শুধু আইনের শাসনকে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।এখানে কোন ভাবেই দোকানঘর  পেতে পক্ষপাতিত্ব করা হবে না।আর নুতন দোকান পাবার জন্য কাউকে ধরতেও  হবে না।তাপস বাবু বলেন এডিডিএর নিয়মে আইন মেনে একজন অবৈধ দোকান দারকে তার ভেঙ্গে ফেলা দোকানের পরিবর্তে ফের নুতন বৈধ মালিকানার দোকান দেবে। তবে ধৈর্য ও ভরসা রাখতে হবে এডিডিএর  উপর।তবে তাপস বাবু সঙ্গে সঙ্গে এও হুঁশিয়ারি দেন কোনভাবেই এডিডিএর জমিতে আর অবৈধ দোকান  তৈরি করতেও দেওয়া হবে না। খবর পেলেই আমরা তা সঙ্গে সঙ্গে গুড়িয়ে দেবো।এইকথা শুনে স্থানীয় দোকানদাররা এদিন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের উপর ভরসা আছে বলে উপস্থিত সকলের সামনে জানান। জানা গেছে বিধান নগরের ই এস আই হাসপাতালের পাশে এই একই ভাবে অবৈধ উচ্ছেদ হওয়া দোকানের‌ পরিবর্তে আপদকালীন ভিত্তিতে এডিডিএর  নিয়ম মেনে ৩৮ টি এবং জাতীয় সড়কের পাশ ধরে আরো ৫০ টি নুতন দোকান তুলে দেওয়া হবে দোকানদারদের। একদিকে অবৈধ দোকান উচ্ছেদ অপরদিকে পক্ষপাতিত্ব না করে এডিডিএ নিয়ম মেনে নুতন দোকান দেওয়ার প্রক্রিয়া শুরু করায় খুশি দুর্গাপুরের ছোট ব্যবসায়ীরা।

error: Content is protected !!