দুর্গাপুরের জামগড়া প্রাইমারি স্কুলে বজ্রপাতে আহত সাত

বুধবার,২২শে আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : বজ্রপাতে  আহত হলো সাত জন ।৬ জন পড়ুয়া সহ এক মিড ডে মিকের রাঁধুনি । বুধবার ঘটনাটি ঘটে জামগড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে । চিকিৎসার জন্য আহতদের নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।

 

বুধবার অন্যান্য দিনের মতো জামগড়া প্রাইমারি স্কুলে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষকেরা । বাইরে পড়ছিল বৃষ্টি । বেলা ১২:৩০ টা নাগাদ আচমকায় সশব্দে বজ্র পাত  স্কুল চত্বরে । বজ্রপাতে আক্রান্ত হয় ৬ জন পড়ুয়া সহ বিদ্যালয়ের মিড ডে মিলের এক রাঁধুনি । স্কুল চত্বরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ । খবর পেয়ে শিক্ষকদের পাশাপাশি স্কুলে দৌড়ে আসে স্থানীয় মানুষজনও। পাশাপাশি ঘটনা চলে ছুটে আসেন। তড়িঘড়ি আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে । খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন তৃণমূলের দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা । জামগড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল ঘোষ জানান সকাল থেকেই আকাশে মেঘ ছিল ।বৃষ্টি পড়ছিল, সেই অবস্থাতেই চলছিল পড়ুয়াদের ক্লাস । সাড়ে বারোটা নাগাদ আচমকা, সশব্দে বাজ পড়ে । বাজে আক্রান্ত হয় তৃষা বাউরী, প্রিয়া বাউরী, ইশিকা বাউড়ি, সমীর বাউরী, রমা বাগদী, কোয়েল বাদ্যকর নামে ছ’জন পড়ুয়া ও চন্দনা বাদ্যকর নামে একজন রাঁধুনি । এরমধ্যে একজন পড়ুয়ার পায়ে আঘাত লাগে । দু’জন সাময়িক জ্ঞান হারায় । শ্বাসকষ্টের কারণে একজন পড়ুয়াকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় । ঘটনাই বেশ কয়েকজন পড়ুয়ার মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে । আপাতত সব পড়ুয়াই সুস্থ আছে বলে দাবি করেন সজল বাবু । ঘটনার খবর পেয়ে স্কুল ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান অভিভাবকরা ।

error: Content is protected !!