মঙ্গলবার,২২ শে আগস্ট ২০২৩
ব্যুরো নিউজ : আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগীতায় অংগ্রহণ করতে চলেছে দুর্গাপুর এর এক সাস্থ্য সচেতন ক্লাবের সদস্যরা। ৮ই সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল এশিয়া পেসিফিক যোগ চ্যাম্পিয়নশিপ , এই চ্যাম্পিয়নশিপ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন এর পক্ষ থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে দুর্গাপুরের অঞ্জন ব্যানার্জি এবং সোনালী দে। পাশাপাশি আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর উত্তরাখণ্ডএর রূর্কি অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ অঞ্জন ব্যানার্জি কাঞ্চন দাস আলো কোনার ও সোনালী দে । মঙ্গলবার দুর্গাপুরের সাস্থ্য সচেতন ক্লাবের পক্ষ থেকে বিধাননগরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এই সাংবাদিক সম্মেলনে যোগাসনের প্রশিক্ষক অঞ্জন ব্যানার্জি বলেন আমার প্রথমে শারীরিক সমস্যার জন্য আমি যোগাসন করতাম। পরবর্তী সময়ে আমি এর প্রশিক্ষণ দিই।এখন দেশের বিভিন্ন প্রান্তে যোগাসন প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। আমি দেশের বিভিন্ন প্রান্তে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিই। এবার আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিতে চলেছি।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা প্রশাসক মন্ডলির দীপঙ্কর লাহা ও প্রাক্তন বোরো চেয়ার রমাপ্রসাদ হালদার।