মঙ্গলবার,২২শে আগস্ট ২০২৩
ব্যুরো নিউজ : প্রতিবছরের মতো এবারও দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করলেন রাজ্যের সমস্ত পূজো কমিটি গুলির সঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মূল মিটিং এর সঙ্গে সারা বাংলার সমস্ত পূজো কমিটি গুলিকে ভার্চুয়াল মোডে যুক্ত করে নেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রবীন্দ্র ভবন এবং দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়াম ও কাঁকসায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং দেখানো হয়। এদিনের মিটিং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার পূজো কমিটি কে ৭০ হাজার টাকা অনুদান দেবার কথা ঘোষণা করেন। সঙ্গে পূজোর আনন্দ ছড়িয়ে দিতে পুজোয় আলোকসজ্জার জন্য বিদুৎ বিলে উল্লেখযোগ্য ছাড় সহ বিজ্ঞাপনের জন্য কর মুকুব করার কথা ঘোষণা করেন। তাছাড়া শিল্প ও পর্যটন দফতর থেকে পূজো কমিটিতে বিজ্ঞাপন দেবার জন্য পূজো কমিটি গুলিকে বাড়তি টাকা ও দেওয়ার কথা ঘোষণা করা হয়।গতবছর মুখ্যমন্ত্রী পূজো কমিটি গুলিকে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন এবং এবার ৭০ হাজার টাকা অর্থাৎ ১০ টাকা বাড়িয়ে দেবার কথা ঘোষণা করেন। পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস অরুন প্রসাদ বলেন এবারো পশ্চিম বর্ধমান জেলায় এক হাজারের উপর পূজো কমিটি এই সুবিধা পাবে।এতে রাজ্যের সমস্ত পূজো কমিটি গুলির সঙ্গে দুর্গাপুরের পূজো কমিটি গুলি খুশির কথা জানান। দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তা আনন্দ কুমার বলেন মুখ্যমন্ত্রী এই ঘোষণা আমাদের আরো অনুপ্রানিত করবে।পূজোর খরচ বেড়েছে সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আমাদের পুজো কমিটি গুলিকে অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং আনুষঙ্গিক আরো কিছু সুযোগ সুবিধা বাড়তি দিচ্ছেন এতে আমরা খুশি। জানা গেছে এবার ও প্রতিবছরের মতো লক্ষী পূজোর একদিন আগেই ২৬ শে অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দেবার কথা ঘোষণা করা হয়েছে। কার্নিভালের সময় শান্তি শৃঙ্খলায় রক্ষায় পূজো কমিটি গুলিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।