ব্যুরো নিউজ : ডিএসপির জমিতে বসবাসকারীদের পূর্নবাসন ছাড়া কোনভাবে উচ্ছেদ নয় এই দাবিতে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে তৃনমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের নেতৃত্বে বিশাল এক মিছিল বের হয়। বিশ্বনাথ পাড়িয়াল এদিন ঘোষণা করেন ডিএসপি জমিতে বসবাসকারীদের পূর্নবাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ হতে দেবো না। প্রয়োজনে আগুন জ্বলবে। আজকের এই মিছিলে বহু মানুষ তাদের আশ্রয় রক্ষার জন্য এসেছেন। আমরা কোনভাবেই ডিএসপি কে এই উচ্ছেদ করতে দেবো না। বিশ্বনাথ পাড়িয়াল বলেন একসময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে সমর্থন করে দীর্ঘ ২৬ দিন আমরন অনশন করে সিঙ্গুরের জমি উচ্ছেদ আটকে ছিলেন। আমরাও দলনেত্রীর সেইদিনের আন্দোলনে অনুপ্রানিত হয়ে ডিএসপি জমিতে বসবাসকারীদের পূর্নবাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ করতে দেবো না আমরা। প্রয়োজনে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। আগুন জ্বলবে। সামনে দুর্গাপুর পুরসভার ভোট। এরমধ্যে শুক্রবারের বিশ্বনাথ পাড়িয়ালের নেতৃত্বে এই বিশাল মিছিল কে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক মহল ফের সরগম হলো। ভোটের কথায় ইতিমধ্যে ডিএসপি জমিতে বসবাসকারীদের পূর্নবাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ নয় এই কথায় বিজেপি তৃণমূল এক সূর। রাজনীতি হিসেবে বড় অঙ্কের ভোট রয়েছে এই ডিএসপি জমিতে বসবাসকারীদের মধ্য থেকে।সেই অঙ্কের হিসেব ঘরে তুলতে দুই পক্ষ ই পূর্নবাসন ছাড়া ডিএসপির জমিতে বসবাসকারীদের কোনভাবেই উচ্ছেদ নয় বলে সরব হয়েছে। বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া আগেই কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ডিএসপির জমিতে বসবাসকারীদের পূর্নবাসন ছাড়া ডিএসপিকে কোনভাবেই উচ্ছেদ অভিযান করতে দেওয়া হবে না বলে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও পূনর্বাসন ছাড়া উচ্ছেদ সমর্থন করেন না বলেও জানান। অপরদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস ও ডিএসপির জমিতে বসবাসকারীদের উচ্ছেদের বিরুদ্ধে ইতিমধ্যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। শুক্রবার ফের বিশ্বনাথ পাড়িয়ালের নেতৃত্বে ডিএসপি জমিতে বসবাসকারীদের পূর্নবাসনের দাবিতে বিশাল মিছিল কে রাজনৈতিক মহল যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।তারা মনে করছেন বিশ্বনাথ পাড়িয়াল এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন। বিশ্বনাথ পাড়িয়াল বরাবরই মিটিং মিছিলে জ্বালামুখী বক্তব্য রাখেন। মানুষের পাশে থাকেন সব সময়।এই জন্যই তিনি জনপ্রিয়।দুর্গাপুর পুরসভার ভোটের আগে বিশ্বনাথ পাড়িয়াল ফের নিজের অস্তিত্ব জানান দিতে মরিয়া যেমন তেমনি এই আন্দোলন কে আরো তীব্রতর করে পুরসভার ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মরা গাঙে বান আনতে তিনিই আন্দোলনের রাশ কার্যত হাতে তুলে নিলেন।এখন দেখার বিষয় দুর্গাপুর পুরসভার ভোট পেরোলে ভবিষ্যতে ডিএসপি জমিতে বসবাসকারীদের পূর্নবাসনের দাবিকে কতটা বাস্তবায়ন করেন।