ব্যুরো নিউজ : আসানসোল ডিভিশনের অন্ডালে লাইনচ্যুত হলো মালগাড়ি । বুধবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডাল সাঁইথিয়া রেলপথের কাজোরা-তে । এদিন অন্ডাল থেকে ফাঁকা মাল গাড়িটি গন্তব্যে যাওয়ার সময় মাল গাড়ির পনেরো নম্বর বগিটি লাইনচ্যুত হয় । খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিক ও রেল কর্মীরা । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইনচ্যুত বগিটি সরানোর কাজ । প্রায় আড়াই তিন ঘণ্টা সময় লাগে বগিটি সরাতে । পরে লাইনচ্যুত বগিটিকে বাদ দিয়ে মালগাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় । এই ঘটনাই লাইন ও স্লিপারের ক্ষতি হয় ।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা মলয় চক্রবর্তী বলেন, অন্ডাল সাঁইথিয়া রুটের কাজোড়া এলাকায় হামেশাই রেলের ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তিনি বলেন যেভাবে কেন্দ্র সরকার রেলকে পঙ্গু করে দিয়েছে রেলের সুরক্ষা ব্যবস্থা একেবারেই নেই বললেই চলে। মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রেলে চড়তে হয়।তবে ঘটনা প্রসঙ্গে রেলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।