তুহিন কাশ্যপ ,দুর্গাপুর : কুখ্যাত মাফিয়া কেবু ওরফে সুজয় পাল গ্রেপ্তার হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ দুর্গাপুরের গান্ধী মোড় এলাকা থেকে কেবুকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।দেড় কুইন্টাল তামা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয় কেবু। পুলিশ সূত্রে জানা গেছে রাতে নাকা চেকিং কেবু পুলিশের জালে ধরা পড়ে।দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় রাস্তার উপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দুর্গাপুর থানার পুলিশের নাকা চেকিং এর সময় ওয়ারিয়া থেকে একটি কালো চারচাকা গাড়ি গান্ধী মোড় আসার পথে গাড়িটি নাকা চেকিং এ পুলিশ তল্লাশি করতে গিয়ে গাড়ির মধ্যে পাওয়া যায় দেড় কুইন্টাল তামার তার এবং আগ্নেয়াস্ত্র।