তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়া প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

ব্যুরো নিউজ : কাঁকসায়  হেরে যাওয়া তৃণমূল প্রার্থীর বাড়ি গিয়ে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের উপর। প্রার্থীর সঙ্গে থাকা দলীয় কর্মীদের ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

মঙ্গলবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার ফল ঘোষণা হয়েছে।

কাঁকসা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসলেও বেশ কিছু বুথে জয়ী হয়েছে বিজেপি।

অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার তৃণমূল প্রার্থী অমর মন্ডল এর বাড়ি গিয়ে তাকে নানান ভাবে হুমকি দেয়।

এমনকি এলাকায় থাকতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হবে তাদের এমন হুঁশিয়ারি দিয়েছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ।

এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। আতঙ্কের জেরে গৃহবন্দি হয়ে পড়েছেন হেরে যাওয়া তৃণমুলের ওই প্রার্থী।

বুধবার দুপুরে ওই প্রার্থীর স্ত্রী সর্ব মঙ্গলা মন্ডল অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন।

যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ।

error: Content is protected !!