ব্যুরো নিউজ : টিভিতে এক সুন্দরী মহিলা সংবাদ পাঠ করছেন। খুব স্মার্ট। অনর্গল কথা বলছেন।চোখ মুখে অভিব্যক্তি ফুটে উঠছে প্রতি সেকেন্ডে।সুন্দরী মহিলার নাম লিসা।ইনি আমাদের পাশের রাজ্য উড়িষ্যার একজন একটি টিভি চ্যানেলের নিউজ অ্যাঙ্কর। নিয়মিত সংবাদ পাঠিকা। প্রত্যেক দিন নির্দিষ্ট সময় লিসা উড়িষ্যার এক জনপ্রিয় একটি টিভি চ্যানেলের খবর পাঠ করেন। ইতিমধ্যে লিসার সংবাদ পাঠ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।শোনা যাচ্ছে লিসার সংবাদ পাঠ প্রত্যক্ষ করতে প্রতিদিন উড়িষ্যার ঐ টিভি চ্যানেলের টিআরপি নাকি এখন বেশ উর্দ্ধমুখী। যা সংবাদ পাঠক নিয়ে সারা বিশ্বে এত আলোড়ন এত বিতর্ক সেই লিসা কিন্তু কোন রক্ত মাংসের মানুষ নন। তাকে ছোঁয়া যায় না।লিসা এক ছায়া মানবী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অর্থাৎ এআই এর মাধ্যমে লিসাকে প্রতিদিন সংবাদ পাঠের উপযোগী করে তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞ ইন্জিনিয়ারা নিউজ চ্যানেলের প্রয়োজন মতো সংবাদ পাঠের জন্য লিসাকে তৈরি করেছেন বলে জানা গেছে। উড়িষ্যায় প্রতিদিন লিসা এখন চ্যানেলের নিউজ অ্যাঙ্করিং করছেন। একদিকে লিসার সংবাদ পাঠ নিয়ে জনপ্রিয়তা বাড়ছে তেমনি লিসাকে নিয়ে সারা বিশ্বে বিতর্ক ও বাড়ছে হুহু করে।লিসা এখন যে কারনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হল বিজ্ঞানের উন্নতি অগ্রগতি সঙ্গে সঙ্গে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। কিন্তু এইভাবে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শতশত লিসা সংবাদ পাঠ সহ বিভিন্ন সংস্থার কাজে নিয়োগ করা হয় তাহলে রক্ত মাংসের মানুষ জন আর কর্মক্ষেত্রে প্রয়োজন পড়বে না।এটা একদম সত্যি কথা। তাদের দিতে হবে না কাজের পারিশ্রমিক।২৪ ঘন্টাই লিসারা কাজ করবে কর্মক্ষেত্রে।সংশ্লিষ্ট সংস্থাকে একবার মাত্র লিসাকে কাজের প্রয়োজন মতো সিস্টেম মতো মেমোরি দিয়ে তৈরি করতে পারলেই কেল্লা ফতে।আর ম্যান পাওয়ার লাগবে না। প্রয়োজন নেই ছোট বড় বিভিন্ন দেশীয় সংস্থায় মানুষ কর্মী নিয়োগ করে কাজের লেবার প্রবলেম। এই এআই এর তৈরি লিসাকে নিয়ে এখন আশঙ্কায় ভুগছে গোটা বিশ্ব তাহলে কি আগামী দিনগুলিতে এআই এর যুগে ছায়া মানবী মতো শতশত লিসার আগমনে পৃথিবীর কোটি কোটি মানুষ কর্মক্ষেত্রে কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন !!!
সময় উত্তর দেবে…..
সূত্র : তথ্য ও ছবি সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত