নিজস্ব সংবাদদাতা ,দুর্গাপুর : বিধান নগর বিধান স্মৃতি মঞ্চে ১২ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিবেক চেতনা উৎসব। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন দুর্গাপুর নগর নিগমের পরিচালক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। তিনি জানান রবিবার দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চে প্রভাত ফেরীর মাধ্যমেই সূচনা হবে বিবেক চেতনা উৎসবের। সকাল থেকেই থাকবে স্বামীজীর বাণী পাঠ, তার সাথে সাথে হবে রক্তদান শিবির। দুপুরে থাকবে স্বামীজীর প্রসাদ বিতরণ। আর সন্ধ্যেবেলায় থাকছে প্রখ্যাত সংগীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের গান, আগামী ১৩ তারিখ থাকছে বিবেক চেতনা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ।