দুর্গাপুরের মেনগেটে ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যু, দুই শিশু সহ আহত তিন

নিজস্ব সংবাদদাতা : ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার  এবং সেই সঙ্গে এক বাইক আরোহীসহ  দুই শিশু গুরুতর আহত হলো। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মেনগেট এলাকায়। নিউ স্টিল পার্ক মোড়ের সামনের ঘটনা।উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ও পুলিশের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর চালায়।স্থানীয়দের দাবি টাক্টর চালকের কাছে তোলা আদায়ের জন্য পুলিশ গাড়িটি ধাওয়া করে, আর সেই কারণেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় মানুষ জানান এই এলাকায় পুলিশ তোলা আদায় করে।ইট বোঝায় ট্রাক্টর দেখতে পেয়ে পুলিশ তাড়া করলে ট্রাক্টরটি পালাতে যায়। এইসময় এক বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে বাইকে থাকা মহিলা রনেত পারভিন (২৫ ) ঘটনাস্থলে মৃত্যু হয় । বাইক আরোহী সহ বাইকে থাকা ২ শিশুকে গুরুতর আহত হয়। স্থানীয় মানুষ সকলকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনায় গোটা মেনগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করে।  প্রতিবাদে রাস্তা অবরোধ করে স্থানীয় মানুষ। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের আশ্বাসের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

error: Content is protected !!