মন্ত্রী প্রদীপ মজুমদারের আন্তরিক প্রচেষ্টায় ফের ৬ ই ডিসেম্বর থেকে দুর্গাপুর উৎসব

গনেশ চক্রবর্তী : মন্ত্রী প্রদীপ মজুমদারের আন্তরিক প্রচেষ্টায় দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব হতে চলেছে ৬ ই ডিসেম্বর। রবিবার দুর্গাপুর উৎসবের কথা ঘোষণা করা হয়।দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এবার দুর্গাপুর উৎসব হবে। সঙ্গে থাকছে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। সহযোগিতায় থাকছে দুর্গাপুর মহকুমা পুলিশ প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ , দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, দুর্গাপুর নগর নিগম এবং দুর্গাপুরের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা। মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুর উৎসবের কথা ঘোষণা করা হয়। উৎসব চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। জানা গেছে সপ্তাহের প্রথমদিকে স্থানীয় শিল্পীদের প্রাধান্য দেওয়া হবে। শেষের  দিকে মুম্বাই শিল্পীদের নিয়ে দুর্গাপুর উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। রবিবার দুর্গাপুর উৎসবের ঘোষণার সঙ্গে সঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার নিজের তৈরি টিম নিয়ে দুর্গাপুর উৎসবের প্রস্তুতি কার্যত শুরু করে দেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে বাস্তবায়ন করতে মন্ত্রী প্রদীপ মজুমদারের প্রচেষ্টায় দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব হতে চলেছে। মন্ত্রীর চেষ্টায় একের পর এক সাফল্যের সঙ্গে  দুর্গাপুরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে গত কয়েক বছর ধরে। প্রদীপ মজুমদারের অনুরাগীদের আশা এবার ও দুর্গাপুর উৎসবের আশানুরূপ সাফল্য আসবে।

error: Content is protected !!