প্রতিশ্রুতি না রাখায় ইসিএলের পরিবহন আটকে বিক্ষোভ

শনিবার রাত্রি ন’টা নাগাদ অন্ডালের সিদুলির বিন পাড়া এলাকার একটি প্রাচীন কুয়ো হঠাৎ মাটির তলায় তলিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পাশাপাশি এলাকাবাসীদের দাবি পাড়ার একমাত্র সুস্বাদু পানীয় জলের এই কোটির ধসে এভাবে মাটির তলায় তলিয়ে যাওয়ায় জল সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি গ্রামের আশেপাশেই রয়েছে বেশ কয়েকটি ইসিএল এর খনি। পাড়ার একমাত্র উপর এভাবে ধসে যাওয়াই সেই মুহূর্তে বিক্ষোভ দেখাই স্থানীয় বাসিন্দারা। পরে ইসিএল আধিকারিকারা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় জল সরবরাহের আশ্বাস দেয়। কিন্তু ও শনিবার থেকে সোমবার পর্যন্ত ইসিএলের তরফে এলাকায় কোনরকম জল সরবরাহ হয়নি বলে স্থানীয় বাসিন্দারা সোমবার সকাল থেকে সিদুলি ও জামবাদ কলিয়ারীর পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভের সামিল হয়। পরে ঘটনাস্থলে কোলিয়ারির আধিকারিকরা পৌঁছে আজ বিকেল থেকেই এলাকায় জল সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভেট জেনে সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত কোলিয়ারির পরিবহনের গাড়ি বন্ধ থাকে। বিক্ষোভ উঠে গেলে পরিবহন স্বাভাবিক হয়।

error: Content is protected !!