মঙ্গলবার,২৯ শে অক্টোবর ২০২৪
গনেশ চক্রবর্তী, কুলডিহা : পানীয় জল টুকুও পরিশ্রুত পাই না আমরা । পরিশ্রুত পানীয় জলের অভাবে আমাদের গ্রামে ডায়েরিয়ার প্রকোপ বাড়ছে। অভিযোগ কুলডিহার ডায়েরিয়া আক্রান্ত পরিবারের লোকজনদের।কাঁকসার কুলডিহা গ্রামে হঠাৎ করে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। অসুস্থ অনেকেই। এরমধ্যে একজন মারা গেছেন।আর পাঁচজন হাসপাতালে ভর্তি চিকিৎসা করানোর জন্য। জানা যায় মৃত মহিলার নাম ঊর্মিলা মূর্মূ (৩৫)। তাকে বমি পায়খানা মাথাঘোরাতে প্রথমে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
এর পর অবস্থার অবনতি হলে ঊর্মিলা মূর্মূ কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। জানা গেছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক স্বাস্থ্য কর্মী কুলডিয়ায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গেছে। আক্রান্ত এলাকায় আপাতত বেশ কিছু টিউব ওয়েল সিজ করে দেওয়া হয়।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল বলেন মনে হয় পানীয় জল থেকে হচ্ছে।কাটা ফল খেলেও ডায়েরিয়ার প্রকোপ হয়।যারা ভর্তি আসছেন তাদের চিকিৎসা চলছে।এই নিয়ে কাঁকসা এলাকায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে তীব্র রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।