বুধবার,৯ ই অক্টোবর ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের আই কিউ সিটি নির্মীয়মান আবাসনের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হলো দুই ঠিকা শ্রমিকের। বুধবার সন্ধ্যার ঘটনা।এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে মৃত দুই জনের একজনের করমবীর মাহাতো ( ৩৫) দুর্গাপুরের ভিড়িঙ্গীর বাসিন্দা আরেকজনের নাম রাজা কুমার (২২) বিহারের বাসিন্দা। জানা গেছে ১৪ তলায় ভাড়া বেঁধে কাজ করার সময় হঠাৎ করে ভাড়া ভেঙ্গে পড়ে যায় করমবীর এবং রাজা কুমার। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে দুজন ই। এরপর আই কিউ সিটি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।এই খবরে শ্রমিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে প্রজেক্ট ম্যানেজার আনন্দ বিশ্বাস এবং ঠিকাদার সঞ্জিত কুমারকে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা জানান পুলিশ তদন্ত শুরু করেছে।১৪ তলায় শ্রমিকরা কাজ করার সময় সেফটি ব্যবস্থা ব্যবহার করছিলো কিনা তার পুলিশ খতিয়ে দেখছে খবর।