বুধবার ,৯ ই অক্টোবর ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : এবার তৃতীয়া, চতুর্থী এবং মহাপঞ্চমীতেই প্রায় সব উদ্ধোধন হয়ে গেছে দুর্গাপুরে। দুর্গাপুরের বিগ বাজেটের দূর্গা পূজো গুলি হলো
দুর্গাপুরের নবারুণ ,
সিমেন্ট পার্ক,
সিটি সেন্টারের অম্বুজা আবাসনের উর্বশী সার্বজনীন দুর্গাপূজো,
চতুরঙ্গ দূর্গাপুজো,
মার্কিনী দক্ষিণপল্লী সার্বজনীন দূর্গাপুজো,
অগ্রনী সাংস্কৃতিক পরিষদ,
ফুলঝোড় সার্বজনীন দূর্গাপুজো,
বিধান নগরের ক্লাব স্যানটোস,
সেক্টর ২সি ,
শংকরপুরের সার্বজনীন দূর্গাপূজো ,
দুর্গাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির দূর্গা পুজো,
ডুমুরতলা,
পলাশডিহার তরুন সংঘ,গোপাল মাঠ যুব মহল এবং বেনাচিতির প্রভাত সংঘ,
বেনাচিতি মধ্যাঞ্চল স্পোর্টিং ক্লাব, রাধাকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের দূর্গাপুজো, বেনাচিতির সুভাষ পল্লী,
আনন্দ বিহার, বুদ্ধ বিহার,
সিজোন সার্বজনীন,সেপকো সার্বজনীন
এডিশন, ঝান্ডাবাগ সার্বজনীন দূর্গাপুজো।তৃতীয়া বা চতুর্থী এবং মহাপঞ্চমীতেই প্রায় সব পূজো এবার উদ্ধোধন হয়ে যায়। দুর্গাপুরের বেশকিছু পূজো মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্ধোধন করেন বাকি প্রায় সব ই উদ্ধোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুরে এবার বেশিরভাগ দূর্গা পূজোর মন্ডপ হয় রাজস্থানের সংস্কৃতিক তুলে ধরা হয়েছে আবার কোথাও কোথাও গুজরাটের বা কর্নাটকের বিখ্যাত মন্দির তুলে ধরা হয়েছে।আবার কোথাও কোথাও দূষণ রোধের বার্তা ও দেওয়া হয়েছে।উর্বশীর দূর্গাপূজো এবার ২১ বছরে পড়লো। এবারের থিম এক টুকরো রাজস্থান। রাজস্থানী কালচার এই পূজো মন্ডপে তুলে ধরা হয়েছে।পাগড়ি থেকে গান নাচ বাজনা বাজিয়ে গোটা মন্ডপ চত্ত্বর কে এক টুকরো রাজস্থান রুপে তুলে ধরা হয়েছে উর্বশীতে।তৃতীয়ার সন্ধ্যায় মন্ডপ উদ্ধোধনের পর থেকে উর্বশীতে দর্শনার্থীদের ঢল নামে। নবারুণ রাজস্থানের মহল, অগ্রনী হাওয়ামহল, চতুরঙ্গ গুজরাটের স্বামী নারায়ন মন্দির, মার্কিনী কর্নাটকের বিষ্ণু মন্দির,সেপকো সার্বজনীনে রাজস্থানের সাংস্কৃতিক তুলে ধরা হয়েছে।ফুলঝোড় সার্বজনীন ডাকঘরের থিম তুলে ধরা হয়েছে মন্ডপে। মাঝে মাঝে ঝির ঝির বৃষ্টিকে সঙ্গে নিয়েই তৃতীয়া থেকেই দর্শনার্থীরা ঠাকুর দেখতে মন্ডপে মন্ডপে ঘুরছেন। দেবী দুর্গাকে দর্শন করতে দুর্গাপুরের রাস্তায় দর্শনার্থীদের ঢল নেমেছে। শুরু হয়েছে রাতভর ঠাকুর দেখার পালা।
# নিজস্ব চিত্র