উর্বশী সার্বজনীন দুর্গাপূজোর উদ্ধোধনের পর দর্শনার্থীদের ঢল নামে

রবিবার,৬ ই অক্টোবর ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : উদ্ধোধন হয়ে গেলো দুর্গাপুরের অভিজাত দূর্গাপূজো সিটি সেন্টারের অম্বুজা আবাসনের উর্বশী সার্বজনীন দুর্গাপূজোর।  তৃতীয়ার সন্ধ্যায় উদ্ধোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী উর্বশী সার্বজনীন দুর্গাপূজোর কমিটির সভাপতি সন্দীপ দে সহ বিশিষ্ট জনেরা। উর্বশীর দূর্গাপূজো এবার ২১ বছরে পড়লো। এবারের থিম এক টুকরো রাজস্থান। রাজস্থানী কালচার এই পূজো মন্ডপে তুলে ধরা হয়েছে।পাগড়ি থেকে গান নাচ বাজনা বাজিয়ে গোটা মন্ডপ চত্ত্বর কে এক টুকরো রাজস্থান রুপে তুলে ধরা হয়েছে উর্বশীতে। তৃতীয়ার সন্ধ্যায় মন্ডপ উদ্ধোধনের পর থেকে উর্বশীতে দর্শনার্থীদের ঢল নামে। উর্বশীর দূর্গাপূজোর মন্ডপ দর্শন করতে ঘন্টার পর ঘন্টা দর্শনার্থীরা মন্ডপের সামনে অপেক্ষা করতে দেখা যায়।

error: Content is protected !!