CBSE পূর্বাঞ্চলীয় স্কুল গুলির পড়ুয়াদের জন্য বক্সিং প্রতিযোগিতা দুর্গাপুরে

শুক্রবার,১৯ শে সেপ্টেম্বর ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : CBSE বোর্ডের অধীনে থাকা স্কুল গুলির ইস্ট জোনের বক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হলো দুর্গাপুরে।দুর্গাপুরের PURV ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনায় এই বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২২ থেকে ২৪ শে সেপ্টেম্বর দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে এই  বক্সিং প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত মাঙ্গলিক এ একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে। PURV ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্ট এন্ড ফাউন্ডার  প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায়  সাংবাদিক সম্মেলনে বলেন CBSE পূর্বাঞ্চলীয় স্কুল গুলির পড়ুয়াদের  আন্ডার ১৪, আন্ডার ১৭ এবং আন্ডার ১৯ এর মত তিনটি বিভাগে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।১১ রাজ্যের ৩৭ টি স্কুলের ১০৪ জন প্রতিযোগি এই বক্সিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সুব্রত চট্টোপাধ্যায় জানান ২২ শে সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় এই বক্সিং প্রতিযোগিতায় উদ্ধোধন করা হবে। শুনুন শুক্রবার মাঙ্গলিক এ সাংবাদিক সম্মেলন করে কি বললেন সুব্রত চট্টোপাধ্যায়

 

error: Content is protected !!