রবিবার,৮ই সেপ্টেম্বর ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের অভিজাত পূজো অম্বুজা আবাসনের উর্বশী সার্বজনীন দূর্গাপূজো। প্রতিবছর নুতন নুতন থীম পূজো করেন এই পূজো কমিটির উদ্যোক্তারা। এবছর উর্বশীর দূর্গাপূজোয় রাজস্থানের বিভিন্ন নিদর্শন তুলে ধরা হবে বলে জানা গেছে। দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষকে উর্বশীর দূর্গাপূজো কমিটি পূজো মন্ডপে দর্শনার্থীদের জন্য এক টুকরো রাজস্থান দর্শনের সুযোগ করে দিতে চলেছেন। রাজস্থানের সাংস্কৃতিক এবং বিভিন্ন নিদর্শন তুলে ধরা হবে পূজো মন্ডপে বলে জানান উর্বশী সার্বজনীন দূর্গা পূজো কমিটির সভাপতি সন্দীপ দে। রবিবার সিটি সেন্টারের মাঙ্গলিকে এক সাংবাদিক সম্মেলনে উর্বশীর থীম সং রিলিজ করা হয়। সুপ্রিয় গাঙ্গুলি সহ পূজো কমিটির অন্যান্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এদিন সাংবাদিক সম্মেলনে। উর্বশীর থীম সং রিলিজ এর পর পর ই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। দেখুন উর্বশীর থীম সং এর এবছর কেমন হলো !