বুধবার,৫ ই সেপ্টেম্বর ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : কলকাতা সহ সারা রাজ্য জুড়ে বুধবার মোমবাতিতে রাত দখল হচ্ছে। চিকিৎসকদের পাশে রয়েছেন লাখ লাখ মানুষ। বুধবার সারা রাজ্যের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বেনাচিতি স্টিল টাউন শিপ , চন্ডীদাস মার্কেটে,বিধান নগর সহ বিভিন্ন জায়গায় রাত দখল হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মল চত্ত্বরে তিলোত্তমার বিচার চেয়ে আই এম এর দুর্গাপুর চ্যাপ্টারের সদস্য চিকিৎসকরা মোমবাতি প্রজ্বলন করে তিলোত্তমার বিচার চেয়ে গান করেন’ আর কবে!’ থেকে’আগুনের পরশমণি ‘থেকে ‘উই স্যাল ওভার কাম সাম ডে’। চিকিৎসক থেকে পড়ুয়া সাধারণ চাকুরি জীবি থেকে ব্যবসায়ী কচিকাঁচা,আট থেকে আশি সকলেই সমবেত হয়ে তিলোত্তমার বিচার চাই শ্লোগান দেন।১৪ ই আগস্টের প্রথম দফায় রাত দখলের রেকর্ড কার্যত ভেঙ্গে যায় দ্বিতীয় দফার রাত দখলে। তিলোত্তমার সন্তান হারা মা বাবার পাশে সারা রাজ্য যেমন দাঁড়িয়েছে ঠিক তেমনি করেই শিল্পাঞ্চল দুর্গাপুর ও পাশে দাঁড়ায়। সকালে চতুরঙ্গ ময়দানের সামনের রাস্তায় মানববন্ধন হয়। সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মল চত্ত্বরে তিলোত্তমার বিচার চেয়ে চিকিৎসক স্বাস্থ্য কর্মী থেকে সাধারণ মানুষ মোমবাতি প্রজ্বলন করে তিলোত্তমার বিচার চান। শহরের বিভিন্ন হাসপাতালে নামিদামি চিকিৎসকরা গান গেয়ে তিলোত্তমার বিচার চাই বলে শ্লোগান দেন এদিন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ডক্টর নিলাদ্রী সেন তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে সরব হন এদিন।আই এম এর দুর্গাপুর চ্যাপ্টারের কর্মকর্তা
ডক্টর নিলাদ্রী সেন বলেন আজ সারা বাংলা জুড়ে তিলোত্তমার বিচার চাইছে। সাধারণ মানুষ রাস্তায়। শুনুন ডক্টর নিলাদ্রী সেন তিলোত্তমার বিচার চেয়ে কি বললেন