উচ্ছেদের ভয়ে দোকানের কাঁচা দেওয়াল ভাঙ্গতে গিয়ে চাপা পড়ে মৃত এক

মঙ্গলবার,২৭শে আগস্ট ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর নগর নিগম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ নিজ নিজ এলাকায় সরকারি জমি থেকে জবরদখল উচ্ছেদ অভিযান চালাচ্ছে। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ডিএসপির জমি পুনরুদ্ধার করতে লাগাতার মাইকিং করা থেকে বুলডোজার চালিয়ে যাচ্ছে ডিএসপির কর্তৃপক্ষ। স্থানীয় মানুষ জানান খোলা মার্কেট এলাকায় উচ্ছেদ করা হবে ডিএসপি কর্তৃপক্ষ মাইকিং করে সম্প্রতি।এই মাইকিং শুনে চিন্তিত হয়ে পড়েন খোলা মার্কেটের ছোট্ট চায়ের দোকানের মালিক সমীর চক্রবর্তী(৪৬)।বাড়ি ধোবি ঘাট এলাকায় । সোমবার দোকান ভাঙ্গতে গিয়ে কাঁচা দেওয়ালের দোকাটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে যায় সমীর চক্রবর্তীর উপর। হাসপাতালের নিয়ে গেলে সমীর বাবু মারা যান।এই ঘটনায় সমীর বাবুর বাড়ির লোকজন ডিএসপি কর্তৃপক্ষ কে দায়ী করে দুর্গাপুর থানায় একটি অভিযোগ করেন। এবং এই দুর্ঘটনার জন্য একটি চাকরি দাবি করেন ডিএসপি কাছে।ডিএসপি কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে কিছু বলতে চায়নি।

 

error: Content is protected !!