আগামীকাল ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিলো বিজেপি

মঙ্গলবার,২৭ শে আগস্ট ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : আগামীকাল বুধবার বিজেপির রাজ্য নেতৃত্ব ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিলো। বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন। সুকান্ত মজুমদার বলেন আজ মঙ্গলবার ছাত্র সমাজ তিলোত্তমার বিচার চাইতে শান্তিপূর্ণ ভাবে নবান্ন  যাচ্ছিলো। পুলিশ পথ আটকায় ওদের।নবান্ন অভিযানে পুলিশের মারধর অত্যাচার করে। কাঁদানে গ্যাস ছোড়ে। বহু আহত হন।এর প্রতিবাদে বিজেপি পক্ষ থেকে আমরা আগামীকাল বুধবার বাংলা বনধের ডাক দিলাম। সুকান্ত মজুমদার বলেন বাংলার মেয়ে তিলোত্তমার বিচার চেয়ে এই বনধকে সর্বাত্মক ভাবে সফল করুন আপনারা। সুকান্ত মজুমদার বলেন আজ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশ যেভাবে প্রতিরোধ গড়তে সর্ব শক্তি দিয়ে রাস্তা রুখলো‌‌ এতেই বোঝা যায় নবান্ন ভয় পেয়েছে। সুকান্ত মজুমদার বলেন পুলিশ কেন এত সক্রিয়? নারীরা কি নিরাপত্তা চাইতে পারে না। বাংলার মেয়েরা নিরাপত্তা চায়। সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন আর জি করের ঘটনার দিন পুলিশের এই সক্রিয়তা কোথায় ছিল? বাংলার মানুষ জানতে চায়। রাজনৈতিক রঙ না দেখে সকলকে এই বনধ সফল করার আহ্বান জানান সুকান্ত মজুমদার। দিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে বলেন বাংলা কে অশান্ত করার প্রচেষ্টা চলছে। আগামীকালকের  বনধ কোনভাবেই মেনে নেওয়া হবে না ,মানা হবে না বলে ঘোষণা করেন। বাংলার মানুষের জনজীবন স্বাভাবিক থাকবে দাবি করেন তিনি।আলাপন বন্দ্যোপাধ্যায়  রাস্তায় যানবাহন, কলকারখানা স্কুল কলেজ ,সব স্বাভাবিক ভাবেই খোলার আবেদন করেন।

error: Content is protected !!