সোমবার, ১২ই আগস্ট ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : আর জি কর হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে সোমবার বিজেপি কর্মীরা পথ অবরোধ করে। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। পুলিশ এসে অবরোধ তুলতে বললে পুলিশের সঙ্গে বাকযুদ্ধ হয় বিজেপি কর্মীদের। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষমেশ অবরোধ তুলে নেওয়া হয়। বিধায়ক লক্ষন ঘড়ুই এর নেতৃত্বে এদিনের পথ অবরোধ হয়।লক্ষন ঘড়ুই বলেন হাসপাতালের কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসকের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারেনি রাজ্য সরকার।রাতে অবাধে যাতায়াত বহিরাগতদের। এক সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে।কেবলমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার নয় আরো বড়বড় মাথারা জড়িত মহিলা চিকিৎসকের ধর্ষন এবং নৃশংসভাবে খুনের ঘটনায়।লক্ষন ঘড়ুই বলেন পুলিশ সব জেনে ও মুখ্যমন্ত্রীর চাপে পড়ে মিথ্যা তথ্য দিচ্ছে।রাজ্য সরকারের নিরাপত্তার গাফিলতির কারণে একজন উদিয়মান চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হলো। তাই সব দায় পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর। এই দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে।আমরা সিবিআই তদন্তের দাবি করে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। শুনুন কি বললেন বিধায়ক লক্ষন ঘড়ুই