ইসিএলের সেফটি অফিসারের হুমকি দাদাগিরি, সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নিলো

সোমবার,১২ ই আগস্ট ২০২৪

সোমনাথ মুখার্জী, অন্ডাল :- খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হলো অন্ডালের কাজরা এরিয়ার মাধবপুর কোলিয়ারিতে। ঘটনাটি ঘটে সোমবার সকাল দশটা নাগাদ।কোলিয়ারিতে নিরাপত্তা বিষয়ক গাফিলতি রয়েছে এই খবর পেয়েই খবর সংগ্রহে যায় এই সাংবাদিকরা। খনির বাইরের যেখানে খনি শ্রমিকরা বসে থাকেন সেখানে ছবি তুলতে গেলে হঠাৎ করে কোলিয়ারির সেফটি অফিসার রিষভ গুপ্তা নামে এক ইসিএল আধিকারিক হঠাৎ করে সাংবাদিকদের সামনে এসে হেনস্থা শুরু করে, নিরাপত্তার গাফিলতির কথা প্রকাশ্যে যাতে না আসে সে খবর চাপতেই সেফটি অফিসার রিষভ গুপ্তা মরিয়া হয়ে সাংবাদিকদের ধাক্কাধাক্কি করে মোবাইল ছিনিয়ে নেয়। যদিও পরে ঘটনাস্থলে আসেন কোলিয়ারির ম্যানেজার। তিনি সেফটি অফিসারের এহেন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন।কোলিয়ারির শ্রমিক সংগঠন কে কে এস সির সম্পাদক অজয় সিং বলেন, কোলিয়ারিতে দুটি চানক রয়েছে। কয়েকদিন আগে বৃষ্টির কারণে একটি চালকের জল ঢুকে যাওয়া এই বন্ধ সেই চাণকটি। কিন্তু বৃষ্টি জল ঢুকে কোলিয়ারির চানক বন্ধ হওয়ার পিছনে ইসিএল আধিকারিকদের হাত রয়েছে বলে মনে করছেন শ্রমিক সংগঠনের লোকেরা। কারণ ওই চানকটি থেকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পাম্প আর পাম্প না থাকার কারণে জলে ডুবেছে চাণকটি বলে অভিযোগ। তাই পাশের চাণক্যের থেকেই হচ্ছে কোলিয়ারির কাজ। এই মুহূর্তে এই চানকে কোনরকম দুর্ঘটনা ঘটলে খনির নিচে মৃত্যু হতে পারে বহু শ্রমিকের। জীবনে ঝুঁকি নিয়েই খনির নিচে যেতে হচ্ছে শ্রমিকদের। এরকম পরিস্থিতিতে খনির অবস্থা কেমন সেটা প্রকাশ্যে আনতেই সাংবাদিকরা খবর সংগ্রহে যায় সেখানে। খনির দুরবস্থার  খবর প্রকাশ্যে আসুক চাননা  খনির ঔ সেফটি অফিসার। এ কারণেই সাংবাদিকদের খবর সংগ্রহ করতে বাধা দিয়ে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। কিন্তু মোবাইল ছিনিয়ে নিয়ে কি সংবাদ মাধ্যমকে খবর সংগ্রহে বাধা দিতে পারেন! আমরা সজাগ থাকছি ঔ সেফটি অফিসার কেন এই কান্ড করলেন তার খবর ও একদিন আমরা প্রকাশ্যে আনবো। শুধু সময়ের অপেক্ষা।

error: Content is protected !!