মন্দারমনির সমুদ্রে দুর্গাপুরের তিনজন মৃত, তারমধ্যে ভিড়িঙ্গী বেনাচিতির দুই জন, শোকের ছায়া শিল্পাঞ্চল জুড়ে

মঙ্গলবার,১৬ ই জুলাই ২০২৪

ব্যূরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দীঘার মন্দার মনিতে সমুদ্রস্নান করতে নেমে নোনা জলে তলিয়ে মৃত্যু হলো দুর্গাপুরের তিন তরতাজা যুবকের।তার মধ্যে দুর্গাপুরের ভিড়িঙ্গী বেনাচিতি এলাকার দুজন যুবক রয়েছে। নাম সমর চক্রবর্তী (৩৫) দুর্গাপুরের স্টিল টাউন শিপের এস এন বোস রোডের বাসিন্দা।পেশায় এক বেসরকারি সংস্থার সেলসম্যান পদে কর্মরত। কৌশক মন্ডল (৩২) দুর্গাপুরের ভিড়িঙ্গি ধর্মরাজ তলার বাসিন্দা। বেসরকারি সংস্থার কর্মরত। এবং আরেকজনের নাম ঋত্বিক বড়াই(৩০) দুর্গাপুরের বেনাচিতির কাইজার লেনের বাসিন্দা। বেসরকারি সংস্থার কর্মরত। সূত্জার মারফত জানা গেছে দীঘার মন্দারমনি তে ছয় বন্ধু মিলে সপ্তাহ শেষে ছুটি কাটাতে যান। মঙ্গলবার মন্দারমনিতে সমুদ্র স্নান করতে নেমে কৌশিক ,সমর ও ঋত্বিক তলিয়ে যায়। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে যে বাকি তিন বন্ধুর চেঁচামেচি শুনে স্পিড বোট রাইডাররা গিয়ে সমর ও কৌশিকের নিথর দেহ উদ্ধার করতে পারলেও সন্ধ্যা নেমে আসায় ঋত্বিকের দেহ উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ এসেও উদ্ধার কাজ শুরু করে।

error: Content is protected !!