চাকরির দাবিতে বিক্ষোভ সগড়ভাঙ্গা এক বেসরকারি কারখানায়

শুক্রবার ২ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : একসময় এঁরা কাজ করতেন এই কারখানায়। পরবর্তী সময়ে কর্মরত অবস্থায়  দুর্ঘটনার কবলে পড়ে কারোর পা গেছে,কারোর হাত গেছে। আবার  কেউ ক্যান্সার  আক্রান্ত‌রোগী। আবার শ্বাস কষ্ট জনিত সমস্যার কারণে কারোর আবার অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়।  স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে। দীর্ঘদিন ধরে  দুয়ারে দুয়ারে ঘুরছেন।দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে পড়ে প্রতিবাদ কর্মসুচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষজন ও তাদের পরিবারের সদস্যরা। অভিযোগ বিভিন্ন দপ্তরে ঘুরেও একটা চাকরি পেলনা বাড়ির কেউ। অবিলম্বে প্রাক্তন কর্মীদের চাকরি দিতে। শুক্রবার এই দাবিতে সরব হন কারখানার প্রাক্তন কর্মীরা।

error: Content is protected !!