শনিবার,২৯ শে জুন ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : হাবিবুল্লাহ আরেক সঙ্গী কে চেন্নাই থেকে গ্রেপ্তার করলো বেঙ্গল এস টিএফ।ধৃতের নাম শেখ আনোয়ার। চেন্নাই এ লন্ড্রিতে কাজ করতো।কাজের মধ্যেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতো শেখ আনোয়ার বলে অভিযোগ এস টি ফের।মঙ্গল কোটের ভালুক গ্রামের বাসিন্দা শেখ আনোয়ার কে বেঙ্গল এস টি এফ এর দল খবর পেয়ে চেন্নাই থেকে গ্রেপ্তার করে এনে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। দুর্গাপুর মহকুমা আদালত এই ধৃত ব্যক্তি কে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেয়। ।এস টিএফ সূত্রে জানা গেছে ৪ বছর ধরে এই ব্যক্তি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছিল । শেখ আনোয়ার কর্মসূত্রে চেন্নাই এ একটি লন্ড্রিতে কাজ করতো । কাঁকসার পানাগড়ের মীরে পাড়ার বাসিন্দা হাবিবুল্লাহ কে গ্রেপ্তারের পর নবদ্বীপ ও চেন্নাই থেকে পরপর দুজন কে এস টিএফ গ্রেপ্তার করলো। জানার চেষ্টা করছে এসটিএফ ।এসটিএফ শেখ আনোয়ার কে এখন জিজ্ঞাসা করে আরো কেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে সেই খবর জানতে চায় এস টিএফ বলে জানা গেছে।