চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে ব্যাপক উত্তেজনা

শনিবার,২৯ শে জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ফের অভিযোগ‌ উঠলো  দুর্গাপুরের সেন্টারের এক  বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। শনিবার সকালের ঘটনা। মৃতের নাম সোম রুইদাস। দুর্গাপুরের রাঁচি কলোনির বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র ছিল সোম।সোম নাকের সমস্যা নিয়ে ১৭ ই জুন হাসপাতালে ভর্তি হয় বলে জানা গেছে।ঔদিন ই ইএনটি বিশেষজ্ঞ ডাঃ ইন্দ্রনীল মুখার্জি এবং   এনাস্থেসিস্ট  ডাঃ রাজদীপ সরকার সোমের নাকের ভিতরের মাংস পিন্ডের অস্ত্রপচার করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অপারেশন থিয়েটারে প্রথমে সোমের প্যানিক অ্যাটাক হয় সেখান থেকে হার্ট অ্যাটাক হয়। কিন্তু চিকিৎসকরা প্রাথমিক ভাবে সামলে দিয়ে  অপারেশনটি করলেও পরবর্তী সময়ে  অবস্থার আরো অবনতি হয়ে সোম কোমায় চলে যায়।১১ দিন কোমায় থেকে মুত্যু র সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে সোমের মৃত্যু হয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অপরদিকে সোমের পরিবার পরিজনরা সোমের অকাল মৃত্যুর জন্য চিকিৎসার গাফিলতিকেই দায়ী করেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনের  বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন সোমের পরিবারের লোকজন।এদিকে সোমের অকাল মৃত্যুর খবর পেয়ে বিক্ষোভে‌ ফেটে পড়ে সোমের পরিবার এবং প্রতিবেশীরা । বিক্ষোভের আঁচ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সোমের পরিবার এবং প্রতিবেশীরা ক্ষতিপূরনের দাবিতে অনড় মনোভাব দেখালে হাসপাতাল কর্তৃপক্ষ অশান্তি এড়াতে শেষমেশ ক্ষতিপূরন দিতে রাজি হয় বলে জানা গেছে।

error: Content is protected !!