ব্যুরো নিউজ : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনে শনিবার ভোট গ্রহন পর্ব শেষ হয়েছে। আগামী ১১ ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। দুর্গাপুরের বিভিন্ন ব্লকের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গননার জন্য নির্দিষ্ট স্ট্রং রুমের ব্যবস্থা করা হয়েছে।কাঁকসার জন্য কাঁকসা ব্লকের জন্য কাঁকসা বিডিও অফিস সংলগ্ন একটি বেসরকারি কলেজে ভোট গণনা কেন্দ্র করা হয়েছে। সেখানেই আগামী ১১তারিখে কাঁকসা ব্লকের ভোট গণনা হবে। ওই কলেজেই স্ট্রং রুম করা হয়েছে।
সেখানেই কাঁকসা ব্লকের ১৬৪ টি বুথের ব্যালট বক্স জমা হয়েছে।
রবিবার সকাল থেকে স্ট্রং রুমের চারিপাশে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সকাল থেকেই বেসরকারি ওই কলেজের ভিতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
কলেজের চারপাশে রয়েছে সিসি টিভি ক্যামেরা।
সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি কলেজের ভেতর প্রবেশ করা সমস্ত গাড়ি তল্লাশি করে তবেই কলেজের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
কড়া নিরাপত্তার বেষ্টনীতে কলেজের চার পাশ মুড়ে ফেলা হয়েছে সকাল থেকেই। এমনকি সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি কেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।