শনিবার ২২শে জুন ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : শনিবার মহাধুমধামে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো দুর্গাপুরের রাজেন্দ্র নাথ এভিনিউর জগন্নাথ মন্দিরে। প্রচুর ভক্ত সমাগম হয়। ভক্তদের উপস্থিতিতে মন্ত্র উচ্চারণ পূজো পাঠের মধ্য দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। এরপর জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করানো হয়। মন্দিরে সেবাইত নিত্যানন্দ সরকার জানান প্রভুর শরীর খারাপ হয় এই সাতদিন।তাই গর্ভ গৃহে প্রভু থাকবেন।এইকয়দিন চিকিৎসার জন্য ঔষধ পাচন দেওয়া হবে। এরপর ৭ ই জুলাই ফের প্রভু কে মূল মন্দিরে আনা হবে। সেদিন সারাদিন পুজো পাঠ হবে তার পর বিকেলে রথে চড়ে প্রভু মাসির বাড়ি যাবেন। রথের মেলা প্রাঙ্গণে থাকবেন এবার দশদিন।১৪ ই জুলাই উল্টো রথ হবে। প্রভু ফের ১৪ ই জুলাই মন্দিরে ফিরে আসবেন। স্নান যাত্রা উপলক্ষে মন্দিরে উৎসবের আমেজ।