প্রথম অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ব্যবসায়ী কবি দত্ত এডিডিএর নুতন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন

বুধবার,১৯ শে জুন ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল :  আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের গুরুদায়িত্ব কাঁধে নিলেন  দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত। কবি দত্ত এডিডিএর ইতিহাসে প্রথম একজন কোন অরাজনৈতিক ব্যক্তি  যিনি বিধায়ক নন অথচ তিনি এডিডিএর চেয়ারম্যান হলেন।বুধবার সকালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুরের কার্যালয়ে  প্রথমে এবং পরে এদিন বিকেলে আসানসোলের কার্যালয়ে গিয়ে কবি দত্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন।  আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুরের কার্যালয়ে এডিডিএর নুতন চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এবং এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ এডিডিএর নুতন ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অনেকেই। এডিডিএর জমির বেআইনি দখলদারদের নিয়ে নুতন চেয়ারম্যানের ভাবনাচিন্তা কি এই প্রশ্নের সাংবাদিকদের  উত্তর দিতে গিয়ে  কবি দত্ত বলেন এডিডিএর জমির দাম এই মুহূর্তে ৬০-৭০ লাখ টাকা।আর সেই জমির বেআইনি দখল আমি কোনভাবেই মানতে পারবো না। তবে মানবিক ভাবে আমি দেখবো এই বিষয়টি। বেআইনি দখল রুখতে প্রয়োজনে  চরম সিদ্ধান্ত নিতে গিয়ে যদি এই চেয়ার ছাড়তেও হয় তবে এক সেকেন্ড ও আমি সময় নেবো না। আমি এই চেয়ার ছেড়ে দেবো। এডিডিএ র নুতন চেয়ারম্যান কবি দত্ত এদিন এডিডিএর গুরু দায়িত্ব কাঁধে  নিয়ে  প্রথম দিনেই শহরের উন্নয়নের গতি বাড়াতে পরোক্ষে এডিডিএর জমিতে জবরদখলদারদের পরোক্ষে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল নিয়ে কয়েকদিন আগে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের নুতন দায়িত্ব ভার নেন দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত। দায়িত্ব নিয়েই এডিডিএর জমি দখলদারদের বিরুদ্ধে সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ কে বাস্তবায়ন করতে এডিডিএ জমির দখল করলে কবি দত্ত যে কোনভাবেই তা মেনে নেবেন না তা বুধবার স্পষ্ট জানিয়ে দেন। এডিডিএর এতোদিন চেয়ারম্যান ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়,কবি দত্ত ছিলেন ভাইস চেয়ারম্যান। সূত্রের খবর ২০২৬ এর বিধান সভার নির্বাচন কে পাখির চোখ কে উন্নয়নে এডিডিএর কাজের গতি আনতে তাপস বন্দোপাধ্যায় কে সরিয়ে দেওয়া হয় এবং সমাজের সর্বস্তরের সঙ্গে এডিডিএর চেয়ারম্যানের সুসম্পর্ক বজায় রাখতে সম্প্রতি নবান্নের নির্দেশে নগরায়ন দপ্তর দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর স্নেহধন্য বাপ্পা  কে নুতন চেয়ারম্যান মনোনিত করে বিজ্ঞপ্তি জারি করে। বুধবার সেই বিজ্ঞপ্তির‌জেরে কবি দত্ত র এডিডিএর নুতন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। কবি দত্তের এডিডিএর নুতন চেয়ারম্যান হবার খবরে দুর্গাপুরের শিল্প ব্যবসায়ী এবং রাজনৈতিক মহলেও  খুশির হাওয়া।

 

error: Content is protected !!