মোষের সঙ্গে বেপরোয়া পুলকারের ধাক্কা আহত ফুলঝোড় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের‌ নয়জন খুদে পড়ুয়া

বুধবার,১৯শে জুন ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল  : শহরে যত্রতত্র বেআইনি খাটাল গজিয়ে উঠেছে। দুর্গাপুর পুরসভার উদাসীনতায় দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘটে চলেছে কুকুর ছাগল গাড়িতে ঢুকে পড়ে দুর্ঘটনা ।গরু বা মোষের ধাক্কায় গাড়ি দুর্ঘটনা। বুধবার একই ভাবে দুর্ঘটনার কবলে পড়লো একটি পুলকার।এই ঘটনায় দুজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন স্কুল পড়ুয়া অল্পবিস্তর আহত হয়। জানা গেছে বুধবার , ফুলঝোড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের‌ নয়জন খুদে পড়ুয়া পুলকার করে বাড়ি ফিরছিল। অভিযোগ পুলকারের গতি বেশ বেপরোয়া ছিল। বিধান নগরের শালারপুরিয়ার জঙ্গল কাছে দুটি মোষ হঠাৎ করে জঙ্গল থেকে ছুটে এসে গাড়িতে সজোরে ধাক্কা মারে। এই সময়ে পুলকারের চালক  সজোরে ব্রেক কষতেই পুলকারের ভেতর থাকা পড়ুয়াদের সকলেই গাড়ির ভেতরে পড়ে গিয়ে আহত হয়। দুই খুদে পড়ুয়ার‌ মাথায় গুরুতর চোট লাগে।মাথা ফেটে যায়।গাড়ির কাঁচ ভেঙ্গে পড়ায় জানা গেছে সব পড়ুয়াই অল্পবিস্তর আহত‌ হয়। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং অভিভাবকদের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। স্থানীয় মানুষ জানান পুলকারের বেপরোয়া গতির ফলেই গাড়িটি মোষ কে ধাক্কা মারে।পুলকারের চালক বৈদ্যনাথ ভান্ডারী এই অভিযোগ মানতে নারাজ তিনি বলেন গাড়ির গতি ৪০-৪৫ ছিল।মোষ দুটো মারামারি করে জঙ্গল থেকে দৌড়ে এসে গাড়িতে পড়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় মানুষ একদিকে রাস্তায় ধারে যত্রতত্র বেআইনি খাটাল এবং রাস্তায় কুকুর গরু মোষ ঘুরে বেড়ানো রুখতে দুর্গাপুর নগর নিগমের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

error: Content is protected !!